বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪): সোনারগাঁয়ে উপজেলার চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে নির্বাচনী সচেতনতা তৈরি ও নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।


দেশের বিভিন্ন স্থানের ন্যায় উপজেলা সোনারগাঁয়ের চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ে শনিবারএই স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়। এ নির্বাচন জাতীয় নির্বাচনের ন্যায় ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোট কেন্দ্র, নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট সব কিছুই ছিল। স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সকাল ৯টা থেকে একটানা দুপুর ২টা পর্যন্ত চলে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহাম্মদের সার্বিক সহযোগিতায় নির্বাচন প্রাণোবন্ত হয়ে উঠে। অত্যন্ত জাঁকজমকপূর্নভাবে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও নির্বাচন সমন্বয়কারী শামিমা সরকারের তত্ত্বাবধানে ও সকল শিক্ষকদের আন্তরিক সহযোগিতা শিক্ষার্থীদের মনোবল অনেকাংশে বাড়িয়ে দিয়েছে।

 

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস রিয়া, সহকারী প্রিজাউডিং অফিসার মারজিয়া সুলতানা ও জান্নাতুল ফৌরদৌস।


স্টুডেন্টস কেবিনেট নির্বাচন ২০২০ উপলক্ষে চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ে মোট ১৭ জন প্রার্থী অংশ নেয়। এদের মধ্যে সকল ভোটাররা তাদের পছন্দমত ৮জন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন।
 

এই বিভাগের আরো খবর