বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

চোরাচালান মামলায় জাহাঙ্গীর আলমের ৭ বছরের কারাদন্ড

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) :  সদর মডেল থানার খাদ্য অধিদপ্তরের সরকারি এম এস এর  চাল চোরাচালান  মামলায় জাহাঙ্গীর আলম ( ৪৫ ) কে ৭ বছরের কারাদন্ড, ৫হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুুপুরে আসামি উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) শেখ রাজিয়া সুলতানার আদালত এ আদেশ দেন। মামলা নং- ১১(১১)১৩, বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং - ৯৫/১১। কারাদন্ড প্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলম মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার কনকসার এলাকার আমজাদ আলীর ছেলে ।

এ বিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এড. জাসমীন আহমেদ জানান, সদর মডেল থানার একটি খাদ্য অধিদপ্তরের সরকারি চাল চোরাচালান মামলায় জাহাঙ্গীর আলমের ৭ বছরের কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, ২০০৯ সালে নিতাইগঞ্জ খালঘাট এলাকায় একটি ট্রাকে ১২৫ বস্তা খাদ্য অধিদপ্তরের এম এস এর চালসহ একটি ট্রাক আটক করা হয় । পরে সদর মডেল থানার এসআই আতিয়ার রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
 

এই বিভাগের আরো খবর