বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

চেক জালিয়াতির মামলায় সাংবাদিক পরিচয়দানকারী এক নারী গ্রেপ্তার

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সাত লাখ টাকার চেক জালিয়াতির মামলায় সাংবাদিক পরিচয়দানকারী কামরুন নাহার রনক নামে এক নারীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। রনক নিজেকে সিএনএন বাংলা টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় প্রকাশ করতো।

 

সিনিয়র যুগ্ম জেলা ও দায়রা জজ ৩য় (অর্থঋণ) আদালতে (সেশন নং-১৪১৬/১৩) দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষিতে তাকে রোববার রাতে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ। 

 

মুন্সিগঞ্জ জেলার মীরকাদিম পৌরসভার পূর্ব নগর কসবা এলাকার মৃত মোহনমিয়ার পুত্র মোসলেম উদ্দিন জালিয়াতির এ মামলাটি দায়ের করেছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। গ্রেপ্তার হওয়ার কামরুন নাহার রনক বন্দর লক্ষারচর এলাকার সাইফুল ইসলাম সাব্বিরের স্ত্রী।


কামরুন নাহার রনকের নামে প্রতারণার আশ্রয় নিয়ে নারায়ণগঞ্জ প্রথম যুগ্ম জেলা জজ এর নাম ব্যবহার করে চুক্তিনামা দলিল তৈরি করে ৬৭ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ‘ক’ অঞ্চলে আরও একটি মামলা (সিআর মামলা নং-১২১০/১৯) দায়ের করেছেন মাকসুদা আজগর নামে এক নারী।

এই বিভাগের আরো খবর