শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

চুম্বনগুলো কোমায় পাঠাও

প্রকাশিত: ১২ জুন ২০১৯  

আমার চুম্বনগুলো কোমায় পাঠাও-
ওষ্ঠের দু'পাশে ফোটা গোলাপ নিষিদ্ধ করে দাও
বুকের কাছে, সোল্লাসে, কিছুটা সঙ্গোপনে।

 

এখন আমরা সময়ের নাম দেই অখ্যাত!
হাত ফুটে বের হচ্ছে সারি সারি তালাবন্ধ প্লাস্টিক 
দেহসর্বস্ব জামা জুতা আর ঈশ্বরের নামে নোনতা জল,

 

আমার আদরগুলো তুলে দাও বিজ্ঞাপনের কাছে
সংস্থার লোকেরা নিলাম করুক দশ আঙুলের কৌতূহল, 

 

ঈষৎ রক্ষাকবচ দিয়ে বেঁধে দাও ভিতরের কাগজের
ঘুড়ি, দিগ্বিদিক একটা অজানা হল্লায় তারা মাতমে 
থাকুক কিছু দিন।

 

হারিয়ে গেলে-

উধাও হয়ে গেলে বিজ্ঞপ্তি লেখা হোক আমার নামে।

কেউ এসে বলে যাক, দীর্ঘশ্বাসে বাঁচে আমার বোন
কেউ এসে উত্তর দিয়ে যাক, খুন হলে কিম্বা রক্ত ঝরলে,

লম্বা হবে একটি কবিতার আয়োজন।

 

দেরি করো না,

আমার চুম্বনগুলো কোমায় পাঠিয়ে দাও।

 

মিলন মাহমুদ