শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

গোপনে থাক

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২০  

কিছু না হয় গোপনে থাক
আমার ব্যাথার ক্লোনগুলো নিভৃতচারী হোক,
সমস্বর বিলাপে এসে ঘুমিয়ে পড়ুক!

 

তন্দ্রিত জোছনার নীল যমুনার চরে হৃদয়ের কোষ
ঢেকে যাক অনাবিল সন্দেহে; হাতের কব্জিসন্ধি
থেকে খসে পড়ুক বিগত পুরাতনী পলেস্তারাদি!

 

কিছু না হয় গোপনে থাক
ভুলের চোরাগলি পথ থেকে পিছু হাঁটুক কচ্ছপের ত্রস্ত
বিগলিত কন্ঠ, চৌরাস্তার মুখ হতে পালটে যাক অন্ধকূপ,
যদি নিয়মিত উদ্বেলিত ঘোরটোপে ফেঁসে যায় বিমূর্ত
পাখির ছানা, তখন চিৎকার ছুড়ে দিয়ে কবিতার খাতা
খুলে রেখে উদযাপন করবো মুক্ত বিহঙ্গের সালতামামি।

 

কিছু কথা না হয় গোপনে থাক
ভিতরে অম্ল মুকুরের মতন যে প্রেম বাস করে
তার কোলাজে কোলাজে যে ছবি ভাসে পাতার জলে,
সে না হয় নিরবে লালন হবে বিপরীত প্রস্ফুটিত ছায়ার আঁচলে!

 

কিছু না হয় গোপনে থাক, এই শীতর চাদরে।

 

মিলন মাহমুদ