শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

গৃহভৃত্যের শেষ যাত্রায় অমিতাভ-অভিষেক

প্রকাশিত: ২৫ জুন ২০১৯  

বিনোদন রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : অভিনেতা হিসেবে জনপ্রিয়তা বা সম্মান-সবই পেয়েছেন অমিতাভ বচ্চন। কিন্তু মানুষ হিসেবেও তিনি কুর্নিশ আদায় করে নেন সবার। কখনও কৃষকদের হয়ে ঋণ পরিশোধ করে দেওয়া হোক কিংবা প্রাক্তন সহকর্মীর প্রয়াণে শেষকৃত্যে উপস্থিত থাকা। এরকম বহুবার অমিতাভের মানবিকতার প্রকাশ দেখেছেন তাঁর অনুরাগীরা। ফের তেমনই একটি ঘটনার সাক্ষী থাকল মুম্বাই।


সম্প্রতি বচ্চন পরিবারের প্রবীণ এক গৃহভৃত্য মারা গিয়েছেন। গত ৪০ বছর ধরে বচ্চন পরিবারে গৃহকর্মে সাহায্য করতেন তিনি। তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন অমিতাভ এবং অভিষেক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।


ছবিটি ভাইরাল হওয়ার পর বচ্চন পরিবারের প্রশংসা করছেন অনুরাগীরা। শিক্ষায়, ব্যবহারে অমিতাভ অনুসরণযোগ্য বলে মনে করেন অনেকেই। পরবর্তী প্রজন্মের মধ্যেও নিজের শিক্ষার ধারা তিনি অব্যাহত রাখতে পেরেছেন বলেই মনে করেন তাঁর ভক্ত-দর্শকদের একটা বড় অংশ।

এই বিভাগের আরো খবর