শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

গুগলের ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস

প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯  

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : বাংলাদেশের ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিশ্বের অন্যতম সার্চ ইঞ্জিন গুগল তাদের হোম পেজে বিশেষ ডুডল প্রদর্শনের মাধ্যমে দিবসটি উদযাপন করছে।


বাংলাদেশের জনগণকে উৎসর্গ করা গুগলের এই ডুডলে, তিনজন মাঝির নৌকার বৈঠা বাওয়ার বাঙালি গ্রামীণ দৃশ্য তুলে ধরা হয়েছে। নৌকাতে রয়েছে নানা ধরণের পণ্য।


গুগল প্রথমবার ২০১৩ সালে বাংলাদেশের ৪৩তম স্বাধীনতা দিবসে একটি বিশেষ ডুডল পোস্ট করেছিল।


এ ছাড়া গুগল বাংলা নববর্ষ, বেগম রোকেয়া দিবস এবং বিশিষ্ট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিনসহ বাংলাদেশের আরও কিছু দিবস উপলক্ষে বিশেষ ডুডল পোস্ট করে।

এই বিভাগের আরো খবর