বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠিত

প্রকাশিত: ২ মে ২০১৯  

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের দেলপাড়া কেন্দ্রের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মে) সাকালে ফতুল্লার দেলপাড়াস্থ মীরকুঞ্জ পার্টি সেন্টারে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। 


গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সফর আলী কলেজের অধ্যক্ষ শাহীন সুলতানা।


শাহীন সুলতানা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, যে জাতি শিক্ষিত নয় সে জাতি উন্নতির চরম শিখরে আরহণ করতে পারে না। তাই জাতিকে উন্নতির চরম শিখরে আরহণ করতে হলে সেই জাতিকে শিক্ষর আলোয় আলোকিত এবং শিক্ষিত হতে হবে। গিয়সউদ্দিন শিক্ষা ফাউন্ডেশন শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন উদ্যেগ নিয়ে সেই কাজ করে যাচ্ছে। কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা তারই একটা অংশ। 


গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক এইচএম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।


এ সময় উপস্থিত ছিলেন, বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক ও গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ফজলুল হক, মোতালেব হোসেন, আমির হোসেন, নুরুল হুদা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তফা হোসেন চৌধুরী, কুতুবাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহ আলম, বিল্লাল হোসেন, মাজেদুল ইসলাম, বৃত্তি পরীক্ষার আহ্বয়ক শিশির ঘোষ অমর, বিমল চন্দ্র কর্মকার পল্টু, রাজিব আহামেদ, আবু তালেব, উমর ফারুক ও আবু তাহের প্রমুখ।

এই বিভাগের আরো খবর