শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ শতভাগ পাশের একমাত্র কলেজ

প্রকাশিত: ১৯ জুলাই ২০১৮  

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে শতভাগ পাশের একমাত্র কলেজ

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলার শতভাগ পাশের একমাত্র কলেজ সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ। ২০১৮ সালের এইচ,এস,সি পরীক্ষায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ থেকে ২০৯জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ২০৯জনই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।

 

এতে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ২৬জন, জিপিএ ৫-প্রপ্তি হার ১২.৪৪ যা জেলার সর্বশীর্ষে। এই অভূতপূর্ব ধারাবাহিক সাফল্যের জন্য কলেজর অধ্যক্ষ ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন কৃতি ছাত্র-ছাত্রী, স¤œানিত অভিভাবক , শিক্ষকমন্ডলী, গভনিং বডির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন এই অভূতপূর্ব ফলাফল অর্জন সম্ভব হয়েছে গভর্নিং বডি, ছাত্র-ছাত্রী, স¤œনিত, অভিভাবক ও শিক্ষকমন্ডলীদের আন্তরিক কর্মপ্রচেষ্টার জন্য।

 

এছাড়া নিয়মিত ক্লাস, ফলাফল মনিটরিং শিক্ষকদের জবাবদিহিতা এবং সেমিস্টার পদ্বতিতে পাঠদানের কারণে এই ফলাফল অর্জিত হয়েছে। ভবিষ্যতে এই শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হবে ইনশ্ল্লাহ।

 

২০১৮ সালের এইচ,এস,সি পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন কলেজের ফলাফল তুলনামূলক চিত্র গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ পরীক্ষার্থীর সংখ্যা ২০৯জন পাশের সংখ্যা ২০৯জন অকৃতকার্য সংখ্যা ০ জিপিএ ৫-প্রপ্তির সংখ্যা ২৬ পাশের হার ১০০% জিপিএ প্রপ্তির হার ১২.৪৪%।

 

সানারপাড় রওশন আরা কলেজ পরীক্ষার্থীর সংখ্যা ২৯৮জন পাশের সংখ্যা ২৭০জন অকৃতকার্য সংখ্যা ২৮ জিপিএ ৫-প্রপ্তির সংখ্যা ১ পাশের হার ৯০.৬০% জিপিএ ৫-প্রপ্তির হার ০.৩৩%।

 

সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ পরীক্ষার্থীর সংখ্যা ২২০জন পাশের সংখ্যা ১৭২জন অকৃতকার্য সংখ্যা ৪৮ জিপিএ ৫-প্রপ্তির সংখ্যা ১ পাশের হার ৭৮.১৮% জিপিএ ৫-প্রপ্তির হার ০.৪৫%।

 

হাজী মিছির আলী কলেজ পরীক্ষার্থীর সংখ্যা ৬৬৪জন পাশের সংখ্যা ৪৬৬জন অকৃতকার্য সংখ্যা ১৯৮ জিপিএ ৫-প্রপ্তির সংখ্যা ৮ পাশের হার ৭০.১৮% জিপিএ ৫-প্রপ্তির হার ১.২০%।

 

 নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজ পরীক্ষার্থীর সংখ্যা ৩০৩৪জন পাশের সংখ্যা ২২১৫জন অকৃতকার্য সংখ্যা ৮১৯ জিপিএ ৫-প্রপ্তির সংখ্যা ৫২ পাশের হার ৭৩.০১% জিপিএ ৫-প্রপ্তির হার ১.৭১%। সরকারী এম ডব্লিউ কলেজ পরীক্ষার্থীর সংখ্যা ১৩৮৫জন পাশের সংখ্যা ৭৫৪ জন অকৃতকার্য সংখ্যা ৬৩১ জিপিএ ৫-প্রপ্তির সংখ্যা ৪ পাশের হার ৫৪.৪৪% জিপিএ ৫-প্রপ্তির হার ০.২৮%।

 

নারায়ণগঞ্জ মডেল কলেজ পরীক্ষার্থীর সংখ্যা ৫১জন পাশের সংখ্যা ৪৭জন অকৃতকার্য সংখ্যা ৪ জিপিএ ৫-প্রপ্তির সংখ্যা ০ পাশের হার ৯২.১৬% জিপিএ ৫-প্রপ্তির হার ০.০০। সরকারী তোলারাম কলেজ পরীক্ষার্থীর সংখ্যা ৩০৮৯জন পাশের সংখ্যা ১৭৬০জন অকৃতকার্য সংখ্যা ১৩২৯ জিপিএ ৫-প্রপ্তির সংখ্যা ১২ পাশের হার ৫৬.৯৮% জিপিএ ৫-প্রপ্তির হার ০.৩৮%।

 

নারায়ণগঞ্জ কলেজ পরীক্ষার্থীর সংখ্যা ২৫২৫জন পাশের সংখ্যা ১৬৪৭জন অকৃতকার্য সংখ্যা ৮৭৮ জিপিএ ৫-প্রপ্তির সংখ্যা ১ পাশের হার ৬৫.২৩% জিপিএ ৫-প্রপ্তির হার ০.০৩%। সরকারী সফরআলী কলেজ পরীক্ষার্থীর সংখ্যা ১০৯৬জন পাশের সংখ্যা ৭৩৩জন অকৃতকার্য সংখ্যা ৩৬৩ জিপিএ ৫-প্রপ্তির হার ৪ পাশের হার ৬৬.৮৮% জিপিএ ৫-প্রপ্তির হার ০.৩৬%।

 

রোকনউদ্দিন মোল্লা গার্লস পরীক্ষার্থীর সংখ্যা ২৬০জন পাশের সংখ্যা ২১৬জন অকৃতকার্য সংখ্যা ৪৪ জিপিএ ৫-প্রপ্তির সংখ্যা ০ পাশের হার ৮৩.০৮% জিপিএ ৫-প্রপ্তির হার ০%। গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ পরীক্ষার্থীর সংখ্যা ২২৮জন পাশের সংখ্যা ২২৭জন অকৃতকার্য সংখ্যা ১ জিপিএ ৫-প্রপ্তির সংখ্যা ৩ পাশের হার ৯৯.৫৬% জিপিএ ৫-প্রপ্তির হার ১.৩১%।

 

নারায়ণগঞ্জ কর্মাস কলেজ পরীক্ষার্থীর সংখ্যা ৩১৭জন পাশের সংখ্যা ২৫৬জন অকৃতকার্য সংখ্যা ৬১ জিপিএ ৫-প্রপ্তির সংখ্যা ০ পাশের হার ৮০.৭৬% জিপিএ ৫-প্রপ্তির হার ০%। কমর আলী হাই স্কুল এন্ড কলেজ পরীক্ষার্থীর সংখ্যা ১২৪জন পাশের সংখ্যা ৩৬জন অকৃতকার্য সংখ্যা ৮৮ জিপিএ ৫-প্রপ্তির সংখ্যা ০ পাশের হার ২৯.০৩% জিপিএ ৫-প্রপ্তির হার ০%। কদম রসুল কলেজ পারীক্ষার্থীর সংখ্যা ৬১৫ জন পাশের সংখ্যা ২২৯জন অকৃতকার্য সংখ্যা ৩৮৬ জিপিএ ৫-প্রপ্তির হার ০ পাশের হার ৩৭.২৪% জিপিএ ৫-প্রপ্তির হার ০%।

 

সোনারগাঁ হাজী ফজলুল হক মহিলা কলেজ পরীক্ষার্থীর সংখ্যা ৪৪৬জন পাশের সংখ্যা ২০১জন অকৃতকার্য সংখ্যা ২৪৫ জিপিএ ৫-প্রপ্তির হার ১ পাশের হার ৪৫.০৭% জিপিএ ৫-প্রপ্তির হার ০.২২%। সোনারগাঁ জি,আর ,ইনিস্টিউট পরীক্ষার্থীর সংখ্যা ২০৬জন পাশের সংখ্যা ৮৬জন অকৃতকার্য সংখ্যা ১২০ জিপিএ ৫-প্রপ্তির সংখ্যা ৩ পাশের হার ৪১.৭৫% জিপিএ ৫-প্রপ্তির হার ১.৪৫%।

 

নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ পরীক্ষার্থীর সংখ্যা ৪৩ পাশের সংখ্যা ৭জন অকৃতকার্য সংখ্যা ৩৬ জিপিএ ৫-প্রপ্তির সংখ্যা ০ পাশের হার ১৬.২৮% জিপিএ ৫-প্রপ্তির হার ০%। মর্গান গাল্স স্কুল এন্ড কলেজ পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ জন পাশের সংখ্যা ৪৫জন অকৃতকার্য সংখ্যা ৯ জিপিএ ৫-প্রপ্তির সংখ্যা ০ পাশের হার ৮৩.৩৩% জিপিএ ৫-প্রপ্তির হার ০%।

 

জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ পরীক্ষার্থীর সংখ্যা ৭৫জন পাশের সংখ্যা ৩৯জন অকৃতকার্য সংখ্যা ৩৬ জিপিএ ৫-প্রপ্তির সংখ্যা ০ পাশের হার ৫২.০০% জিপিএ ৫-প্রপ্তির হার ০%। নাজিমউদ্দিন ভূইয়া কলেজ পরীক্ষার্থীর সংখ্যা ১৫২৩ পাশের সংখ্যা ১০৭৩জন অকৃতকার্য সংখ্যা ৪৫০ জিপিএ ৫-প্রপ্তির সংখ্যা ১৪ পাশের হার ৭০.৪৫% জিপিএ ৫-প্রপ্তির হার ০.৯১%।

 

 ভূলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার্থীর সংখ্যা ৮৯জন পাশের সংখ্যা ৬৬জন অকৃতকার্য সংখ্যা ২৩ জিপিএ ৫-প্রপ্তির সংখ্যা ০ পাশের হার ৭৪.১৬% জিপিএ ৫-প্রপ্তির হার ০%। সলিমউদ্দিন চৌধুরী কলেজ পরীক্ষার্থীর সংখ্যা ৩৩০জন পাশের সংখ্যা ৩২৩জন অকৃতকার্য সংখ্যা ৭ জিপিএ ৫-প্রপ্তির সংখ্যা ০ পাশের হার ৯৭.৮৮% জিপিএ ৫-প্রপ্তির হার ০%।

 

মুড়াপাড়া কলেজ পরীক্ষার্থীর সংখ্যা ৪২১জন পাশের সংখ্যা ৩২৪জন অকৃতকার্য সংখ্যা ৯৭ জিপিএ ৫-প্রপ্তির সংখ্যা ০ পাশের হার ৭৬.৯৬% জিপিএ ৫-প্রপ্তির হার ০%। সিনহা স্কুল এন্ড কলেজ পরীক্ষার্থীর সংখ্যা ১৭৯জন পাশের সংখ্যা ১৪৭জন অকৃতকার্য সংখ্যা ৩২ জিপিএ ৫-প্রপ্তির সংখ্যা ০ পাশের হার ৮২.১২% জিপিএ ৫-প্রপ্তির হার ০%। আর্দশ গার্লস স্কুল কলেজ পরীক্ষার্থীর সংখ্যা ১৩১ পাশের সংখ্যা ৪৯জন অকৃতকার্য সংখ্যা ৮২ জিপিএ ৫-প্রপ্তির সংখ্যা ১ পাশের হার ৩৭.৪০% জিপিএ ৫-প্রপ্তির হার ০.৭৬%। 

এই বিভাগের আরো খবর