শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

খুনি মাজেদের প্রাণভিক্ষার আবেদন খারিজ

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০  

যুগের চিন্তা রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  গতকাল বুধবার বিকেলে মাজেদ প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। 
বঙ্গভবন সূত্র থেকে জানা যায়, খুনি আব্দুল মাজেদের প্রাণভিক্ষার আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে বঙ্গভবনে পৌঁছায়। এরপরই তা নাকচ করে দেন রাষ্ট্রপতি। প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ায় কারা কর্তৃপক্ষের সামনে মৃত্যুদণ্ড কার্যকরে আর কোন বাধা থাকছে না।  
উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর মিরপুর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদকে গ্রেফতার করা হয়। দীর্ঘ ৪৪ বছর তিনি আত্মগোপনে ছিলেন। এরপর তাকে আদালতে নেওয়া হলে তার বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করা হয়। কারাগারে মৃত্যু পরোয়ানা পৌছালে তাকে পড়ে শোনানো হয়। পরে তিনি তার দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। 

এই বিভাগের আরো খবর