শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

খালেদা জিয়ার মুক্তি মানে শেখ হাসিনার কারাবরণ : এড. তৈমূর

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০১৯  

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা এডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে। এ সরকারের ভয় ‘খালেদা জিয়ার মুক্তি মানে শেখ হাসিনার কারাবরণ’।


 তাই এ সরকার খালেদা জিয়াকে মুক্তি দেবে না। সোমবার জেলা ওলামাদল রূপগঞ্জের যাত্রামুড়ায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


জেলা ওলামাদলের সভাপতি সামছুর রহমান খান বেনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মাজহারুল ইসলাম হিরন, সাধারণ সম্পাদক ডা. ইউনুছ, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, প্রচার সম্পাদক আব্দুল হাই, তারাব পৌর ওলামাদলের সভাপতি কামাল খান, সাংগঠনিক সম্পাদক আলম মিয়া, মাসুম বিল্লাহ, শ্রমিকদলের আলমগীর হোসেন, ফজলুল হক, তরুন দলের ডা. মো. হামিদুল্লাহ, ছাত্রদলের মাসুদ, যুবদলের আলমগীর হোসেন, মো. রতন, কৃষকদলের ডা. শাহিন, কাজল গাজী, মহিলা দলের নেত্রী মোসা. ফাতেমা, অজুফা আক্তার প্রমুখ। 


সভায় বক্তারা বলেন, ভোট ডাকাতি ও ভোট চুরি বন্ধ না হওয়া পর্যন্ত সুষ্ঠু গণতন্ত্র এদেশে আশা করা যায় না। একদিন জনগণই ভোট চুরি ও ভোট ডাকাতি রুখবে। 


তুচ্ছ ঘটনায় খালেদা জিয়াকে হাজতে আটকে রাখা হয়েছে। অথচ বতর্মান সরকারের এমপি-মন্ত্রীরা শত কোটি টাকার দুর্ণীতির অভিযোগেও মামলা হয়না। পরে দেশবাসীর শান্তি কামনায় দোয়া করা হয়।  
 

এই বিভাগের আরো খবর