শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সরিষা ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায়ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।


সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো.আব্দুল গাফ্ফারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কাজী হাবীববুর রহমান।


সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফাতেমা সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, সদর উপজেলা চেয়ারম্যান এড.আবুল কালাম আজাদ বিশ্বাস, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মনিরুল আলম সেন্টু।


অনুষ্ঠানে মোট ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১ হাজার কেজি ডিএপি, ৫০০ কেজি এমওপি ও ৫০ কেজি সরিষা বীজ বিতরণ করা হয়।

এই বিভাগের আরো খবর