বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

ক্যান্টিনের খাবার খেয়ে হাবিপ্রবির ৫০ শিক্ষার্থী অসুস্থ

প্রকাশিত: ৯ আগস্ট ২০১৮  

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অন্তত ৫০ জন শিক্ষার্থী ক্যান্টিনের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ২৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শিক্ষার্থীরা জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের তরিকুল ক্যান্টিনে ব্রয়লার মুরগি, আলু ভর্তা ও খিচুড়ি খান প্রায় ৬০ জন শিক্ষার্থী। খাওয়ার পর তারা বমি ও পেট ব্যাথা ও ডায়রিয়ায় আক্রান্ত হন। কেউ কেউ আবার জ্বরে আক্রান্ত হন। এ ঘটনার পর প্রায় ৫০ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মেডিসিন সেন্টারে চিকিৎসা গ্রহণ করেন।


সেখানে বুধবার দিনভর চিকিৎসা করালেও অবস্থার উন্নতি না হওয়ায় রাত সাড়ে ৮টার পর থেকে ২৫ জন শিক্ষার্থীকে দিনাজপুর জেনারেল হাসপাতাল, দিনাজপুর এম আবাদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। তারা এখন চিকিৎসাধীন রয়েছেন।


দিনাজপুর জেনারেল হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা. ওয়াহেদুল হক জানিয়েছেন, ভর্তি হওয়া শিক্ষার্থীরা সবাই খাবারের বিষক্রিয়ায় আক্রান্ত। ফলে তারা বর্তমানে পেটের ব্যাথা, ডায়রিয়া, বমি ও জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে সবাই আশঙ্কামুক্ত বলে জানান তিনি।


এরআগে গত ৩ আগস্ট ওই ক্যান্টিনের খাবার খেয়ে ২৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
 

এই বিভাগের আরো খবর