শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

কৃষক পণ্যের ন্যায্য দাম পায় না, শ্রমিকও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) :  বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান বলেন, দেশ আজ চরম সংকটে নিমজ্জিত। চরম ফ্যাসিবাদী শাসনে গণতন্ত্র আজ নির্বাসিত। শাসক শ্রেণির উন্নয়নের ডামাডোলের নিচে চাপা পড়ে যাচ্ছে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কান্না। 

শুধুমাত্র পেঁয়াজের সিন্ডিকেট ব্যবসায়ীরা দাম বাড়িয়ে গত দুই মাসে জনগণের পকেট থেকে ৪/৫ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। চাল, আদা, রসুন, সবজিসহ নিত্যপণ্যের দাম ক্রমাগত বাড়ছে। মানুষের নাভিশ^াস উঠছে। অথচ কৃষক পণ্যের ন্যায্য দাম পায় না। শ্রমিকও তার ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। 

মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০২ তম বার্ষিকী ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে চাষাড়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক কমরেড বজলুর রশীদ ফিরোজ,  সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের  ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ^াস, সমাজতান্ত্রিক শ্্রমিক ফ্রন্টের জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ, বাসদ সোনারগাঁ উপজেলার সমন্বয়ক বেলায়েত হোসেন, ফতুল্লার সমন্বয়ক এম. এ. মিল্টন, রিÑরোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক এস.এম কাদির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সুলতানা আক্তার প্রমুখ। জনসভার শুরুতে চারণ সাংস্কৃতিক কেন্দ্র গণসংগীত পরিবেশন করেন।

বক্তব্যে কমরেড খালেকুজ্জামান আরো বলেন, দুর্নীতিবাজ, লুটপাটকারী, প্রকল্প চোর, ব্যাংক ডাকাত, সিন্ডিকেট অসাধু ব্যবসায়ীদের দমনে সরকার ব্যর্থ অথচ বিরোধী মতপথকে দমন করার ক্ষেত্রে সিদ্ধহস্ত। সরকারের অপশাসনে বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দুদক, আমলাতন্ত্র, আইন শৃঙ্খলা বাহিনীসহ সকল প্রথা প্রতিষ্ঠানসমূহ অকার্যকর হয়ে পড়েছে। 

হাইওয়ে, সেতু, পারমানবিক বিদ্যুৎপ্রকল্প, রেলসহ বড় বড় প্রকল্পের প্রতিটি খাতেই উন্নয়নের নামে সীমাহীন লুণ্ঠন চলছে। বালিশ, পর্দা, ঢেউটিন এর দুর্নীতি একটি আগেরটিকে ছাড়িয়ে যাচ্ছে। প্রতিদিন গড়ে ১১ জন নারী ধর্ষিত হচ্ছে। ৮০ লাখ মাদকাসক্তের মধ্যে ৯০ ভাগই হচ্ছে তরুন যুবক। ভারতের সাথে বন্ধুত্বের নামে সে¦চ্ছা বন্দিত্ব বরণ করার প্রবণতা বাড়ছে। 

তিস্তার পানি আনতে না পারলেও ফেনী নদীর পানি দিতে সরকার কার্পণ্য করেনি। তিনদিকে কাটাতারের বেড়া দিয়ে আবার সমূদ্র উপকূলে রাডার বসিয়ে কড়া নজরদারিতে বন্ধুত্বের জয়গান গাওয়া হচ্ছে। অনির্বাচিত সরকারের পক্ষেই এসব সম্ভব।
 

এই বিভাগের আরো খবর