বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

কুমুদিনী বাগানে চাঁন মিয়া সরদার ফাউন্ডেশনের চাল বিতরণ

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনাভাইরাসের কারণে কুমুদিনী বাগানে কর্মহীন মানুষের মাঝে চাল বিতরণ করেছে চাঁন মিয়া সরদার ফাউন্ডেশন। সোমবার (৬ এপ্রিল) সকালে আমলাপাড়া সরদার টাওয়ারে কুমুদিনী বাগান পঞ্চায়েত কমিটির নিকট ১ টন চাউল হস্তান্তর করেন ফাউন্ডেশনের হানিফ সরদার। পরে পঞ্চায়েত কমিটির নেতৃবৃৃন্দ এ চাল ৪ কেজি করে ২৫০ পরিবারের মাঝে বিতরণ করে। 


এ সময়ে উপস্থিত ছিলেন, মানিক সরদার, কুমুদিনী পঞ্চায়েত সভাপতি ইসরাইল সরদার, সহসভাপতি ইদ্রিস সরদার, সাধারণ সম্পাদক আলী রেজা সরদার, মদিনা জামে মসজিদের খতিব মাওলানা এনায়েত উল্লাহ, স্থানীয় যুবসমাজের ফারুক ,দুলাল ,হীরা, রোকন প্রমুখ। 
এসম হানিফ সরদার বলেন,আমার বাবা মরহুম চাঁন মিয়া সরদার জীবিত থাকাকালিন বিপদে আপদে সকল সময় আপনাদের পাশে ছিল। আমরাও কুমুদিনী বাগানবাসীর পাশে আছি। কুমুদিনী বাগানবাসীর বিপদে মরহুম চাঁন মিয়া সরদার ফাউন্ডেশন সবসময় পাশে থাকবে। 


সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণের অনুরোধ জানিয়ে তিনি বলেন, বাগানের কেউ যেন অযথা ঘর থেকে বের না হয় সেদিকে পঞ্চায়েতকে খেয়াল রাখতে হবে। জনসচেতনায় গরীব এ দেশে  সকলকে এগিয়ে আসতে হবে। কর্মহারা মানুষদের খাদ্যসামগ্রী বিতরণ ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনা মূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানায় হানিফ সরদার। 


এর আগে আমলাপাড়া এলাকারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে ডেটল সাবাান ও মাস্ক পৌঁছে দেন তিনি। এ ছাড়া করোনা  প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধিকল্পে মাইকিং  এবং  পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে পুরো এলাকায় জীবাণুনাশক ঔষুধ ছিটানো হয়।

এই বিভাগের আরো খবর