শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

কিছুই বুঝি না

প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৯  

চেনা লোক অকস্মাৎ কেন যে অচেনা হয়ে যায়,
পথে দেখা হলে না- চেনার ভান করে অন্যদিকে কেন চলে যায়-
বুঝি না কিছুই তার।


মানুষের জীবনের কত অলি-গলি, কত যে সুড়ঙ্গ পথ
কিছুই হয়নি জানা আজও।
একসঙ্গে উঠা-বসা পেয়ারের দোস্ত--হঠাৎ কেন যে 
অচেনার মতো আচরণ করে কিচ্ছু বুঝি না।

 

একদিন যার সঙ্গে তুই-তুকারির সম্পর্কের দহরম-মহরম ছিল
সে হঠাৎ 'আপনি' সম্বোধনে ডেকে ওঠে-
কী অদ্ভুত এর রহস্য আমি এসবের কিছুই বুঝি না আজও।


ভাঙাচুড়া গালে কিছু মাংসের ছোঁয়াচ লাগলেই বুঝি
বন্ধুকে অচেনা-পরের মতোন লাগে ?
এতটা বয়স হলো আমি এসবের কিছুই বুঝি না।


আইনুল মাজেদীন