বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

কালের রেসকোর্স

প্রকাশিত: ৩০ জুলাই ২০১৯  

যাপিত জীবনে এতটা হেঁটেও কোন ক্লান্তি নেই
জানি জীবনের অপর নাম হেঁটে চলা, চলমান।
বাঁকহীন জীবনও চলমান, পা হীন জীবনটিও থেমে নেই
তবে কেন থেমে যায় এক একটি তাজা প্রাণ
পূর্বপুরুষের রক্তে ভেজা এই সোনার বাংলায়।

 

দু'লক্ষ সম্ভ্রমের বিনিময়ে এই দেশ
এখনো কেঁপে ওঠে ধর্ষিতার গগণ বিদারী চিৎকারে।
ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগের এই দেশ
এখনো শোষকের নখরমুক্ত নয়।
নষ্ট রাজনীতি আর ভীষণ নষ্ট প্রেমে
এদেশ আজ বন্দী।

 

মীর কাশিম, তীতুমীর এমন দেশ চায়নি
সূর্যসেন, প্রীতিলতা এমন দেশ চায়নি
এমন দেশ চায়নি ক্ষুদিরাম, ভাসানী এমনকি বঙ্গবন্ধুও।

 

বেরিয়ে এসো হে যুবক
বেরিয়ে এসো নষ্ট বুদ্ধিজীবির চাতাল থেকে
বেরিযে এসো রাজনীতির নোংরা আছড় ভেঙ্গে
বেরিয়ে এসো পায়ে পিষে যাবতীয় ভণ্ডামী ও ভোগবাদ।

 

মিথুন খান