শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

কাজলের পদত্যাগ দাবি করলেন মুক্তিযোদ্ধা কাদির

প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির বলেছেন, ‘নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজলের বাবা গোলাম রব্বানী শান্তি কমিটির অন্যতম সদস্য ছিলেন। 


মুক্তিযুদ্ধবিষয়ক লেখক মুনতাসীর মামুন এর ‘শান্তিকমিটি ১৯৭১’ এর ২২৫নং পৃষ্ঠায় উল্লেখ করা হয় গোলাম রব্বানী চাষাঢ়া ইউনিয়ন শান্তিকমিটির অন্যতম নেতা ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান হয়ে সরকারি সংস্থার রাইফেল ক্লাবের মতো প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক। এটি অগ্রহণযোগ্য।’    


সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে জেলা যুবলীগের সভাপতি জানান, ‘রাইফেল ক্লাবের সভাপতি জেলা প্রশাসক ও সহসভাপতি পুলিশ সুপার। যেহুতু এটি একটি সরকারি প্রতিষ্ঠান। শান্তিবাহিনীর অন্যতম সদস্য, রাজাকারের ছেলে কোন প্রকারেই সরকারি সংস্থার দায়িত্বে থাকতে পারেনা। সেকিভাবে দীর্ঘদিন ধরে সরকারি প্রতিষ্ঠানে সাধারণ সম্পাদকের মতো পদে থাকতে পারেনা।’


বীর মুক্তিযোদ্ধা কাদির বলেন, ‘স্বাধীনতা বিরোধী হিসেবে কাজলের বাবার নাম লিপিবন্ধ আছে। সে জায়গায় কিভাবে তার ছেলে সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছে। আমরা মুক্তিযোদ্ধারা কোন প্রকারেই এটা মেনে নিতে পারছিনা। অগ্নিঝড়া মার্চ মাসে আমরা মুক্তিযোদ্ধারা চাই, তাকে (কাজল) জেলা প্রশাসক পদত্যাগ করিয়ে মুক্তিযোদ্ধাদের কিংবা স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে রাইফেল ক্লাবের সেক্রেটারি পদে নিয়োগ করা হোক।’
 

এই বিভাগের আরো খবর