মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১

কাউন্সিলরের নির্দেশ ছাড়া মৃতদেহ দাফন বা সৎকার করা যাবে না

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): নারায়ণগঞ্জ সিটি  করপোরেশন এলাকায় কারও মৃত্যু হলে স্থানীয় কাউন্সিলরের নির্দেশ ছাড়া  দাফন বা সৎকার করা যাবে না।

 

মঙ্গলবার (৭ এপ্রিল) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমিন কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমিন জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকাধীন কবরস্থান ও শ্মশানের কেয়ারটেকারগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় সিটি করপোরেশনের আওতাধীন সকল কবরস্থান ও শ্মশানসমূহে কোনো মৃত ব্যক্তির লাশ দাফন বা সৎকার করার জন্য আনা হলে মৃত ব্যক্তি যে ওয়ার্ডের বাসিন্দা ছিলেন সে ওয়ার্ডের সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের সাথে যোগাযোগ করে ওই মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে সঠিকভাবে জেনে, নিশ্চিত হয়ে লাশ দাফন বা সৎকারের জন্য অনুরোধ করা হলো।

 

প্রসঙ্গত, নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন।  

এই বিভাগের আরো খবর