শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

কাউন্সিলর ওমর ফারুকের পক্ষ থেকে মশক নিধন কার্যক্রম শুরু

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯  

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ওমর ফারুকের পক্ষ থেকে মশক নিধন কার্যক্রম শুরু করেছেন। 

রবিবার (২৪ মার্চ) বিকেল থেকে সন্ধা ৭টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড মিজমিজি আলামিন নগর ও পাগলা বাড়ী এলাকায় এই মশক নিধন কার্যক্রম শুরু করা হয়।  

এসময় কাউন্সিলর আলহাজ ওমর ফারুক বলেন, এই মশক নিধন কার্যক্রমটি নিজস্ব অর্থায়নে শুরু করেছি। ওয়ার্ডের জনগনের ভোটে নির্বাচিত হয়ে কাউন্সিলর হয়েছি, তাই জনগনের সেবায় কাজ করা আমার দায়িত্ব। জনগনের সেবায় সবসময় নিয়োজিত থাকতে চাই।

আমার এ ওয়ার্ডে কিছুদিন আগেও মশার ঔষধ দেয়া হয়েছে। দ্বিতীয় দফায় আবার আজ শুরু করা হয়েছে। ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম  বিভিন্ন পাড়া মহল্লায় বিশেষ করে যেখানে মশার প্রজনন হয় সেখানে মশক নিধন ঔষধ দেওয়া হয়। 

২টি মেশিন ও ৫জন কর্মী দিয়ে দুটি ভাগে এলাকায় কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় অত্র ওয়ার্ডের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর