শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

কাঁচপুরের কুতুবপুরে জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৯  

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুরে জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কুতুবপুর বাজার এলাকায় এ মানববন্ধন হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, কাঁচপুর ইউনিয়নের মধ্যে কুতুবপুর এলাকাটি একটি শিল্প এলাকা। অসংখ্য শিল্প-প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে। ফলে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলেও এসব শিল্প প্রতিষ্ঠানের অপরিকল্পিত বর্জ্য অপসারণ এবং বিভিন্ন জলাশয় বন্ধ করে দেওয়ায় এ এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ফলে আমাদের বাড়ি-ঘর পানিতে তলিয়ে যাচ্ছে। তাই আমাদের চলাচলে সমস্যা হচ্ছে। 

 

বক্তারা আরও বলেন, মিল-ফ্যাক্টরির বিষাক্ত বর্জ্যে এলাকায় রোগ জীবাণু ছড়ানোর কারণে চর্মরোগসহ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী। এছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে কুতুবপুর আসার একমাত্র রাস্তাটি দিয়ে এ এলাকার শিল্প প্রতিষ্ঠানের অতিরিক্ত ওজনবাহী গাড়ি চলাচল করায় রাস্তাটি খানাখন্দে ভরে গেছে। ফলে একটু বৃষ্টি হলেই এ রাস্তায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনসাধারণের চলাচলে অসুবিধা হচ্ছে। 

 

বক্তারা বলেন, এলাকার স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা ঠিক মতো চলাচল করতে পারছে না। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি অনতিবিলম্বে রাস্তাটি সংস্কার, এলাকার জলাবদ্ধা এবং পয়ঃনিস্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা অতিব জরুরি হয়ে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বার বার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হচ্ছে না। এ ব্যাপারে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি আমরা।

 

এলাকার নারী-পুরুষ, শ্রমিক, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ অন্তত দুই হাজার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করে জলাবদ্ধতা নিরসন, ড্রেন নির্মাণসহ রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।

 

সোনারগাঁও উপজেলা ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিকলীগের কার্যকরী সভাপতি মো.সেলিম মুন্সির নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান, তোফাজ্জল হোসেন তুফু, নুরু মিয়া, আলী হোসেন, আবুল কালাম ও মাসুদসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরো খবর