মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

করোনায় আক্রান্ত ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান

প্রকাশিত: ১৫ মে ২০২০  

যুগের চিন্তা ডেস্ক: নভেল করোনভাইরাসে আক্রান্ত ছিলেন জাতীয় জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান। 


আনন্দ বলেন, রাত ১০টার দিকে রিপোর্ট এসেছে। বাবা করোনা পজিটিভ ছিলেন।’’ এ সময় পরিবারের সবার জন্য দোয়া চান তিনি। আগে একবার অধ্যাপক আনিসুজ্জামানের নমুনা পরীক্ষা করা হয়, তাতে নেগেটিভ আসে। বৃহস্পতিবার আবার নমুনা সংগ্রহ করা হয়।


বৃহস্পতিবার (১৪ মে) ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।


অধ্যাপক আনিসুজ্জামানের ভাই আখতারুজ্জামান বলেন, আজ শুক্রবার সকাল ৯টায় আজিমপুর কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করার সিদ্ধান্ত হয়েছে। অন্য সব আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে।


ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান দেশের বরেণ্য শিক্ষাবিদ, লেখক ও গবেষক, ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণকারী, সংবিধানের অনুবাদক, দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবর্তী মানুষ ছিলেন।
 

এই বিভাগের আরো খবর