শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

করোনাভাইরাস হয়তো কখনোই দূর হবে না: ড. মাইক রায়ান

প্রকাশিত: ১৪ মে ২০২০  

ছবি: সংগৃহিত

ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক: নভেল করোনাভাইরাস কখনোই দূর হবে না এবং নতুন ভাইরাসের সাথে মিশে পৃথিবীজুড়ে প্রতিবছর মানুষের প্রাণহানি ঘটাবে বলে মন্তব্য করেচেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) নির্বাহী ড. মাইক রায়ান।


বুধবার (১৩ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি স্বাস্থ্য প্রোগ্রামের এই কর্মকর্তা এই মন্তব্য করেন।


তিনি বলেন, করোনাভাইরাস আমাদের মধ্যে একই ধরণের অন্য ভাইরাস রূপে আসতে পারে এবং এ ভাইরাস হয়তো কখনোই দূর হবে না। যেমনটি এইচআইভি এখনো যায়নি।


মাইক রায়ান আরও বলেন, আমি মনে করি বাস্তবতা মেনে নেওয়া গুরুত্বপূর্ণ। ঠিক কখন এই রোগ থেকে বিশ্ব পুরোপুরি মুক্তি পাবে এমন ভবিষ্যৎবাণী কেউ করতে পারবে এমনটা আমি মনে করিনা। টিকা দিয়ে হয়তো আমরা এই করোনাকে সরিয়ে দিতে পারি। কিন্তু সেক্ষেত্রে টিকা সহজলভ্য করতে হবে এবং তা অত্যাধিক কার্যকরী হতে হবে।


বিশ্বে মহামারি করোনাভাইরাসে এ পর্যন্ত ৪৩ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৯৭২ জন।
 

এই বিভাগের আরো খবর