বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

করোনাভাইরাস রোধে প্রশাসনের সর্তকতাকে মানছেনা অনেকেই 

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনাভাইরাস রোধে প্রশাসনের পক্ষ থেকে কড়াকড়ি নিয়ম বেধে দেওয়া হলেও বিভিন্ন এলাকায় এর উল্টো চিত্র দেখা যায়। এদিকে করোনাভাইরাস আতঙ্কে গত ২৮ মার্চ সকল শিল্প কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। যেন সকলে তার নিজ নিজ জাযগায় অবস্থান করে দুরত্ব বজায় রাখে। 


কিন্তু নিয়ম নীতির তোয়াক্ক না করে মানুষ এলাকার অলিতে-গলিতে আড্ডায় মেতে উঠেছে। এছাড়া মুদি ও চায়ের দোকানগুলোতে চলছে খোশ-গল্প। 


সরজমিনে গিয়ে ইসদাইর, বুড়িরদোকান, রসুলবাগ, সস্তাপুর, গাপতলার মোড়, কোতালেরবাগ এলাকায় প্রায় এ চিত্র দেখা গেছে । এলাকাবাসির অভিযোগ প্রশাসকের পক্ষ থেকে যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে সামনের দিনগুলো আরো ঝুঁকির সম্মুক্ষীণ হতে হবে। তাই সকলের সচেতনতা ও প্রশাসনের সঠিক নজরদারি আশা করছেন তারা।

এই বিভাগের আরো খবর