শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

করোনাভাইরাস প্রতিরোধে বন্দরে জীবাণুনাশক স্প্রে

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

বন্দর (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাস প্রতিরোধে সিটি কর্পোরেশনের উদ্যোগে বন্দরে ৩টি ওয়ার্ডে ক্লোরিন মিশ্রিত পানি ছিটিয়েছেন সংরক্ষতি নারী কাউন্সিলর শিউলী নওশাদ। ৩০ র্মাচ সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় থেকে দুপুর ২টা পর্যন্ত বন্দরে নাসিক ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডের প্রধান  প্রধান রাস্তায় এ পানি ছিটানো হয়।


কাউন্সিলর শিউলী নওশাদ গণমাধ্যমকে জানান, নগর মাতা ডা.আইভী আপার র্নিদেশে নগরবাসী স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে  নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে  পানি ছিটানো হচ্ছে। আমি শুধু পানি ছিটানো কাজের তদারকী করছি। করোনা ভাইরস ঠেকাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ব্যাপক উদ্যোগ গ্রহনণ করেছে। 


তিনি আরও জানান, আমরা ওয়ার্ডবাসীর সচেতনের জন্য বিভিন্ন স্থানে হাত  ধোয়ার বেসিন স্থাপন করেছি। যতদিন পর্যন্ত করোনা ভাইরাস থাকবে আমাদের কার্যক্রম তত দিন অব্যহত থাকবে।


এ সময় উপস্থিত ছিলেন, নাসিক ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, মহানগর আওয়ামী লীগ নেতা আবেদ হোসন, সংরক্ষিত কাউন্সিলরের সচিব সালাম প্রমুখ।  

এই বিভাগের আরো খবর