শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

করোনা রোধে মন্দিরে বিশেষ প্রার্থনা, প্রসাদ বিতরণ

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নভেল করোনাভাইরাসের কারণে সারাদেশ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সকল ধর্মীয় অনুষ্ঠান ও গণজমায়েত নিষিদ্ধ করেছে প্রশাসন। সেই কারণে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বাসন্তী পূজা ও ছোট পরিসরে মন্দিরে মন্দিরে আয়োজন করা হয়েছে।


বুধবার (১ এপ্রিল) দুপুর বারোটায় নগরীর দেওভোগ শ্রী শ্রী রাজা লক্ষীনারায়ণ বিগ্রহ মন্দিরে করোনাভাইরাস রোধে বাসন্তী পূজার মহাষ্টমীতে চন্দ্রীপাঠ, গীতাপাঠ, অঞ্জলী ও প্রসাদ বিতরণ করা হয়েছে।এ সময়ে করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন করা হয়। 


দেওভোগ শ্রী শ্রী রাজা লক্ষীনারায়ণ বিগ্রহ মন্দিরের পূজার পুরোহিত দীপংকর চক্রবর্তী জানান, সত্যযুগে রাজা সুরথ, রাজ্য উদ্ধারের জন্য বসন্তকালে দেবী দুর্গার পূজা করেছিলেন। এরপর থেকে সনাতন ধর্মাবলম্বীরা বাসন্তী নামে এ উৎসব পালন করে আসছেন।
তিনি আরও বলেন, কারোন ভাইরাসের কারণে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মুর্তি পূজার পরিবর্তে ঘট পূজার আয়োজন করা হয়। আমরা এই পূজার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছি। 

এই বিভাগের আরো খবর