মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

কফি হাউজ এন্ড চাইনিজ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৬ জুন ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার দায়ে কফি হাউজ এন্ড চাইনিজ রেস্টুরেন্টকে  ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত


রোববার( ১৬ জুন) বিকালে জালকুড়ি বাস্ট্যান্ড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাওয়াত মেহজাবীন  নেতৃত্বে  এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 
মেয়দা উত্তীর্ণ খাদ্য সামগ্রী ও একিই ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস ও অন্যান্য খাবার রাখার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩, ৫১ এবং ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  


এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাওয়াত মেহজাবীন যুগের চিন্তা ২৪ কে জানান, প্রতিষ্ঠানটি মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার পাশাপাশি , ফ্রিজে একই জায়গায় কাঁচা মাংসের পাশাপাশি রান্না করা  খাবার পাওয়া গেছে।  


এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছিলো।  ভোক্তা অধিকার আইনে বিবিধ অপরাধ আমলে নিয়ে এ প্রতিষ্ঠানকে কফি হাউজ এন্ড চাইনিজ রেস্টুরেন্টকে জরিমানা করা হয় । জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। 
 

এই বিভাগের আরো খবর