শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

ওমর আলী উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ২ নভেম্বর ২০১৯  

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ের  কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারও জেএসসি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সন্তোশ প্রকাশ করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. আবু বকর সিদ্দিক।

 

মো.আবু বকর সিদ্দিক জানান, এবার আমাদের কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুইটি ভেন্যুতে পরীক্ষা নেওয়া হচ্ছে। একটি হলো কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় এবং অপরটি হলো কাঁচপুর সিনহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এবার এ কেন্দ্রের দুইটি ভেন্যুতে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২ হাজার ৪৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। 

 

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো-কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়, কাঁচপুর সিনহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, পেরাব আদর্শ উচ্চ বিদ্যালয়, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়, সাদীপুর উচ্চ বিদ্যালয়, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়, দবিরউদ্দিন ভূইয়া উচ্চ বিদ্যালয় ও ফুলহর মাধ্যমিক বিদ্যালয়।

 

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী দিনের পরীক্ষাগুলো যেন শান্তিপূর্র্ণভাবে শেষ করতে পারেন এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি। 

এই বিভাগের আরো খবর