মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

এসএসসি ও  সমমানের পরীক্ষার চতুর্থ দিনের অনুপস্থিত ১২০ পরীক্ষার্থী

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪):  মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)  ও সমমানের পরীক্ষার চতুর্থ দিনে অনুপস্থিত ছিলো ১২০ পরীক্ষার্থী।  রোববার (৯ ফেব্রæয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসসি’র ইংরেজি ২য় পত্র, আরবী ২য় পত্র ও গণিত  পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
জেলা শিক্ষা অফিস তথ্যমতে, এসএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থদিনে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩১ হাজার ১৯৯জন । আর অনুপস্থিত ছিলো ১২০ পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ১০০জন, দাখিলে ৯ জন এবং ভোকেশনালে ১১ জন অনুপস্থিত ছিলো।
 
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৩৪ হাজার ২’শ ১৮জন পরীক্ষার্থী।  এর মধ্যে এসএসসি পরীক্ষায় ৩০ হাজার ২’শ ৬৩ জন,  দাখিলে  ২ হাজার ৫’শ ৩১ জন এবং ভোকেশনালে  ১ হাজার ৪’শ ২৪ জন পরীক্ষার্থী।

এই বিভাগের আরো খবর