শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

এমপি খোকার উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

প্রকাশিত: ১৫ আগস্ট ২০১৯  

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।


এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


পরে সোনারগাঁ জাদুঘরের ১নং গেইট সংলগ্ন এলাকায় বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং তবারক বিতরণ করা হয়।


এসময় উপজেলা আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ, উপজেলা জনপ্রতিনিধি ঐক্য ফোরাম ও মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।


এছাড়া উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের রূহের মাগফিরাত কামনায় পবিত্র কুরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল এবং তবারক বিতরণ করা হয়েছে।


পরে এমপি খোকা উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরো খবর