শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

এনজিও’স নেটওয়ার্কের চেয়ারম্যান মিহির, নির্বাহী পরিচালক প্রদীপ

প্রকাশিত: ৬ মার্চ ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্কের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ ) বিকাল ৪টায় শহর সমাজসেবা সমন্বয় পরিষদের কার্যালয়ে এ  সাধারণ সভার আয়োজন করা হয়।

 

নেটওয়ার্কের চেয়ারম্যান এস এম আরিফ মিহিরের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক প্রদীপ কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ এনজিও'স নেটওয়ার্কের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও উপদেষ্টা এড. নুরজাহান বেগম, উপদেষ্টা নুরুল ইসলাম খান, সমন্বয় পরিষদের সভাপতি মো. শামসুজ্জামান ভাষানী।

 

বক্তব্য রাখেন এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, কল্যাণী সেবা সংস্থার নির্বাহী পরিচালক ডা. জি.এম জব্বার চিস্তী, সোহা নির্বাহী পরিচালক নজরুল ইসলাম ঢালী, উষা ফাউন্ডশনের নির্বাহী পরিচালক তাজউদ্দিন আহমেদ, মৌচাক সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান জাহানারা বেগম, অক্ষয় নারী সংঘের চেয়ারম্যান কাজল বেগম, সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লিটন,মাতৃছায়া আঞ্জুমান সংস্থার চেয়ারম্যান মো. মোজ্জামেল হোসেন লিটন, ইলেকট্রিশিয়ান কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাজী নাজির খান, ইসলামি কাফেলা সংস্থার সাধারণ সম্পাদক মো. জসিমউদ্দিন, ভোরের সাথীর সংস্থার মোজ্জামেল হক ভুইয়া, নারায়নগঞ্জ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার চেয়ারম্যান মো.তারেক হোসেন, নারী কল্যাণ সংস্থার সুমি আক্তার, প্রভাত সমাজ কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ ভজন দাস, জন্মভুমি সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান আব্দুল করিম, অবলম্বন সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান মো.অলিউল্লাহ, ডিডি এস চেয়ারম্যান মিনারা বেগম, বাংরাদেশ দলিত ফোরাম সভাপতি রাজেন্দ্র দাস, পল্লী বিকাশের মহাসচিব জন সরকার, কারা নির্বাহী পরিচালক মো. মনিরুল হক, মানবাধিকার সংস্থার আবদুহু সাফি মাহমুদ ফারুক, আমাদের অধিকারের হাবিবুর রহমানসহ ৪৯ টি সেচ্ছাসেবী সংগঠনের প্রধানগণ।


সভায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ইউনেস্কো ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রনি। সাধারণ সভায় আগামী ২ বছরের জন্য (২০২০-২০২২) এস.এম আরিফ মিহিরকে চেয়ারম্যান ও প্রদীপ কুমার দাসকে নির্বাহী পরিচালক হিসেবে পুনরায় নির্বাচিত করা হয়।  এছাড়াও যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই বিভাগের আরো খবর