বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

এখন

প্রকাশিত: ১৭ জুন ২০১৯  

এখন পাহাড়ে যেও না
সমতলে থাকো
মুখোমুখি হও,

 

এখন সমুদ্র হতে মুখ ফেরাও
ভরে গেছে লবণ জল
মানুষের জলে,

 

এখন যুদ্ধকাল
কোচরে রাখো কিছু
রুটি আর মদের বোতল
তুমি মাতাল হও, নাচো...

 

এখন পাখি হয়ো না
তারচেয়ে বরং ঠোঁটে রাখো বারুদ
ঘষে ঘষে জীবন রাখো আকাশের তলে,

 

এখন বৃক্ষের কথা ছেড়ে দাও
ছুটি হয়ে গেলে, ভেঙে পড়লে তাণ্ডবে
তুমি ঝড় হও উল্কা সেজে,

 

এখন গোলাপ ফুটিয়ো না
প্রেমিকার হাতে দিও না
উলঙ্গ ভবিষ্যৎ, অসুস্থ জঙ্গম,

 

এখন তুমি ফিরিয়ে দাও সব
রাক্ষসী গল্প আর মুনাফার ফিতে,

 

ভাবো, ভেবে ভেবে হয়রান হও
নতুন কিছু পেতে...

 

মিলন মাহমুদ