বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

একটি জ্বলন্ত টাওয়ার

প্রকাশিত: ১ এপ্রিল ২০১৯  

চন্দ্র-সূর্য-নক্ষত্র বিশাল আকাশটায় কি অপরূপ আলো ছড়ায়
সেই আলোর বিন্দু বিন্দু কণা ঝলমল করে এক অপরূপ জোছনায় 
সন্ধ্যা ঘনায়, সন্ধ্যার ধূপ জ্বলে ঘরে- উঠোনে তুলসির ছায়ায়   
বছর ঘুরে স্বাধীনতার মাস আসে
বিজয় মশালে তখনও প্রদীপের অগ্নিশিখা জ্বলে অবিরত

 

অথচ মানুষ কি প্রদীপের মতো জ্বলে ? 
অবশ্যই জ্বলে কেউ কেউ নিভৃতে- কারো কারো উদাহরণ বিশ্বময় 
আমরা একটু কর্ম আর সাফল্যে আলোচনা- সমালোচনায় অহংকারে সর্বদাই থাকি বিভোর
অপরদিকে কি চমৎকার ধ্রুব সত্য প্রকৃতির এই নিঃস্বার্থ অবদান
আগুন কখনো স্বপ্ন জয়ের অঙ্গীকার
কখনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের। 

 

সময়টা এখন ফাগুনের তাই 
কৃষ্ণচূড়ার ঢালে আগুন রঙে রঙীন হয়েছে ভূবন
বসন্তে কি শুধুই ফুল ফোটে ? 
না বসন্তেও আছে আগুনের হাহাকার
হাহাকার আছে কোকিলের বিরতিহীন ডাকাডাকির
পলাশ-শিমুল ফুটলেও কখনো কখনো মানুষের মনও খুন হয় কারণ মানুষ খুব স্পর্শকাতর
ঋতু পরিবর্তনের রঙে মানুষের মন যদি রাঙাতে না পারলে সে হয় বেদনা বিধুর

 

তাই বলে জ্বলন্ত অগ্নিকুণ্ডে মানুষ পুড়েছে এমন অমানবিক দৃশ্য দেখতে হয় আমাদের
এই আগুন বড়ই নির্মম !
ঢাকার নতুন-পুরনো সর্বত্রই ত্রুটিপূর্ণ নির্মাণ ! 
আর তারই শিকার হচ্ছে বারবার আমাদেরই আপনজন
বনানীর ভয়াবহ আগুনে দিনভর মৃত্যুর মিছিল
বেঁচে থাকার জন্য শেষ মুহূর্তের আর্তনাদ !

 

উপস্থিত জনতা-উদ্ধারকর্মীদর মুখে কী নির্মম বিভৎস বর্ণনা
মৃত্যুর চেয়েও কঠিন আমাদের এই বেঁচে থাকা
এখনো গুমরে গুমরে পুড়ছে মানুষের মন
কালের সাক্ষী হয়ে গেলো এফ আর টাওয়ার ভবন।


মহুয়া বাবর