শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

এক নজরে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল

প্রকাশিত: ১৯ জুলাই ২০১৮  

শিক্ষা ডেস্ক (যুগের চিন্তা ২৪) : বৃহস্পতিবার দুপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন।

এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসিতে (ভোকেশনাল) গড় পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ।


বোর্ড               পাসের হার        জিপিএ-৫

ঢাকা                ৬৬.১৩%        ১২,৯৩৮

রাজশাহী           ৬৬.৫১%          ৪,১৩৮ 

কুমিল্লা              ৬৫.৪২%             ৯৪৪

যশোর              ৬০.৪০%          ২,০৮৯

চট্টগ্রাম              ৬২.৭৩%          ১,৬১৩

বরিশাল             ৭০.৫৫%             ৬৭০  

সিলেট                ৬২.১১%            ৮৭৩

দিনাজপুর           ৬০.২১%           ২,২৯৭

৮ বোর্ডে      পাস-৬৪.৫৫%     জিপিএ ৫-২৫,৫৬২

মাদ্রাসা বোর্ড        ৭৮.৬৭%         ১,২৪৪

কারিগরি বোর্ড         ৭৫.৫০%       ২,৪৫৬

ডিআইবিএস (ঢাকা বোর্ড)          ৮৭.৮২%

-  গড় পাস-৬৬.৬৪%

মোট জিপিএ ৫-২৯,২৬২

এই বিভাগের আরো খবর