শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

এক জন্ম

প্রকাশিত: ১৯ জুন ২০১৯  

বেদনাসিক্ত, রক্তাক্ত মনের, রক্তাক্ত আঙ্গিনা
আজ আরো ক্ষত-বিক্ষত;
জীবদ্দশায় মৃত্যুর অপেক্ষাকৃত সাঁধ
কভু ভাঙ্গে না বেদনার এই বাঁধ।

 

হাজারো বছর পরে যদি জন্মাতাম 
যদি পৃথিবীতে আমি কভু নাই বা আসিতাম
মঙ্গল হত, কল্যাণ হত, বেঁচে যেতাম আমি।

 

মরণের পরে ও মরণ আছে এ সত্য
জীবনের পরে ও জীবন,
এ পৃথিবীতে ফিরে আসা
এসব তো শুধুই কাল্পনিক।

 

এক জন্মে জূবনটা মুমূর্ষু, বেদনায়
আর ভুল শুদু ভুলেই ভরা,
আক্ষেপ আর আক্ষেপ
এর চেয়ে বেশি আর কী ই বা দিতে পারে
একজন্ম !

 

আমি ক্লান্ত পথের এক জন্মের শ্রান্ত পথিক
সব ঘুমন্তের এই মায়ার জাগতিক
জীবনের স্বল্প মূহুর্তের স্মৃতি লিখতে গিয়ে
হয়তো আমি ও হয়েছি কবি-সাহিত্যিক।

 

এক জন্মের মুখোশ ফাঁস করার
আর কী গুণ চাই ?
একজন্ম?
একে নিয়ে আর কী ই বা আছে বলার মত?
যা ছিল আজ তার সবই বিলীন।

মলিনতার আরেক নামই মনে হয় যেন
একজন্ম !

 

নাহার রহমান নুপুর