বুধবার   ১৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১

এই মাল বেইচ্চা বাইত যামুগা ‘কেনার মানুষ নেই’ 

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

বিশেষ প্রতিনিধি : ১০ টাকা কেজি দরেও বিকোচ্ছেনা। অথচ সপ্তাহ পূর্বে দাম ছিল ৫০/৬০ টাকা কেজি। সপ্তাহ ঘুরে উস্তের এ হাল। করোনার বাজারে চাহিদার তালিকা থেকে বাদ পড়েছে উস্তে। কাঁচা বাজারে চাহিদার শীর্ষে উঠেছে লেবু। মাঝারি সাইজের হালি দেদারছে ৫০/৬০ টাকায় বিক্রি হচ্ছে। 

আকারে বড় লেবুর হালি ১০০ টাকা। পেঁয়াজ ৪০ টাকাতেই এক পা তুলে দাঁড়িয়ে আছে। বাজারে ক্রমশই কমছে কেনার লোক। দ্বিগুবাবুর বাজারের চিত্র তেমনটাই বলছে। 

আলুপট্টিতে ঢোকার আগেই নারায়ণগঞ্জ ক্লাবের গাঁ ঘেঁষা মাছের বাজার। ভাল ভাল  মাছ। দামও সাশ্রয়ি। কেনার মানুষ নেই। আলুপট্টিতে ঢুকতেই চোখে পড়লো একপাল্লা আলু নিয়ে বসে আছে এক মাঝ বয়েসি বিক্রেতা। ৯০ টাকা  পাল্লা। একপাল্লার চেয়ে বেশি  আছে। তবুও ৯০ টাকাই হাঁকছেন দোকানী।  কোন ক্রেতাই সাড়া দিচ্ছেন না। 

আলুপট্টির সাথেই টমোটোর পসরা। কেজি ২০ টাকা। তাজা টসটসে টমেটো। ১৫ টাকা বলে ক’জন ক্রেতা চলে গেল। টমেটো বিক্রি হলোনা। গাজর, কাঁচামরিচ, ধনেপাতা নিয়ে ক্রেতার আশায় এক কিশোর। 

এই প্রতিবেদককে দেখে বলে উঠলো ‘কাকা ধইন্যা পাতা ও মরিচ নিয়া যান। মরিচ ৩০ টাকা ও ধইন্যা পাতা ২০ টাকা কেজি রাখুমনে। 

এই প্রতিবেদক আধা কেজি কাঁচা মরিচ ও এক কেজি ধনে পাতা কিনে নিল। কিশোরটি জানালো ‘কাস্টোমার নাইক্কা। কেন জানি দিনে দিন কাস্টোমার কমতাছে। 

আমরা এক এলাকার ২০/২৫ জন বেহারি  (বেপারি)। বেবাকে বাইত। আমার বড় ভাই, বাবায় বাইত। আমি একলা দোকান খুলছি। এই  মাল বেইচ্চা বাইত যামুগা।’
 

এই বিভাগের আরো খবর