শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে ফতুল্লা পূজা পরিষদের কমিটি গঠন

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফতুল্লা থানা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন সম্পন্ন হয়েছ। বুধবার ( ১১ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার বাড়ৈভোগ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সম্মেলন উপলক্ষ্যে সকার থেকেই ফতুল্লাা থানার ২৬টি পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ আসতে থাকেন। বিকেল আগত অতিথিদের আগমনে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সম্মেলনস্থল।

 

ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক রঞ্জিত মণ্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব অরুন কুমার দাসের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী দীপক কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।

 

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা।

 

বক্তব্যে রাখেন, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক কমলেশ সাহা, মহানগরের সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, কোষাধ্যক্ষ সুশীল দাস, প্রচার সম্পাদক তপন গোপ সাধু, সোনারগাঁ কমিটির সভাপতি লোকনাথ দত্ত, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের শংকর কুমার দাশ, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ কমিটির সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মণ, রঞ্জিত মোদক, প্রদীপ ম-ল, কৃষ্ণ আশ্চর্য প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে এড. খোকন সাহা বলেন, শেখ হাসিনার সরকারের আমলে হিন্দুরা নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। আমাদের উপর কেউ অন্যায় নির্যাতন করতে পারেনা। আপনারা সবাই মা দূর্গার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আর্শীবাদ করবেন, যেনো তাকে দীর্ঘায়ু করে। তিনি ভালো থাকলে আমরা ভালো থাকবো।

 

পরে এড. খোকন সাহা রঞ্জিত মণ্ডলকে সভাপতি ও অরুন কুমার দাসকে সাধারণ সম্পাদক করে ফতুল্লাা থানা কমিটি ঘোষণা করেন। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নির্দেশ প্রদান করেন। 

এই বিভাগের আরো খবর