বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

উল্লাসের স্মরণীকা মোড়ক উন্মোচন

প্রকাশিত: ১ নভেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের উল্লাস সামাজিক সাংস্কৃতিক সংগঠনের তৃতীয় স্মরণীকা মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় দেওভোগ শেখ রাসেল পার্কে এই মোড়ক উন্মোচন করা হয়।

 সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম হাসান দিনারের সঞ্চালয়নায় সংগঠনের সভাপতি ওয়াহিদ মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মনোয়ার হোসেন মনা। 

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল আজিজ, রফিকুল ইসলাম রফিক, আলহাজ¦ আবু সাইম সিদ্দিকী, জি এম আরাফাত, প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল হোসেন, প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক আমিনুর ইসলাম মিঠু, জি এ রাব্বানী, মমিনুল হক রেমন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি সাইদুর রহমান হাইয়্যূল, যুগ্ম সম্পাদক সাজ্জাদ নয়ন, সাংগঠনিক সম্পাদক জি এম কুদরত উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহাম্মেদ, দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহাম্মেদ মামুন, প্রচার সম্পাদক এ এ এম রিশাত, কোষাধ্যক্ষ নুরুল হুদা মহব্বত, সাংস্কৃতিক আওলাদ হোসেন চাও, ক্রীড়া সম্পাদক শরীফুর রহমান সজীব, কার্যকরি সদস্য এ এম সাইফুল্লা রাহাত, আরিফুল হক ফাহিম, আশরাফুর রহমান হৃদয়, মনির হোসেন ও উজ্জল আহাম্মেদ।

অতিথিরা, ১৯৯৬ সালে সামাজিক প্রেক্ষাপটে মাদক, সন্ত্রাস, ইভিটিজিং রোধে উল্লাস সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গঠিত হয়। ইতিমধ্যে সমাজের গরীবদের বিবাহ, সুন্নতে খাৎনা, দারিদ্র শিক্ষার্থী সহযোগিতা, বৃক্ষরোপন, নববর্ষ, খেলাধুলা ও নৌ-বিহারে উল্লাস পাশে ছিল।
 

এই বিভাগের আরো খবর