মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১

ঈদে কোরবানির গরু এখনো নিজেই কিনি : মীর আব্দুল আলীম

প্রকাশিত: ২১ আগস্ট ২০১৮  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): বছর ঘুরে আবার এল পবিত্র ঈদুল আজহা। শান্তি, সৌর্হাদ্য আর আনন্দের বার্তা নিয়ে আসে এ উৎসব। ঈদে সব ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হওয়ার দিন। ঈদুল আজহায় মহান আল্লাহর উদ্দেশে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশুকোরবানি করা মুসলমানদের অনেক প্রাচীন ঐতিহ্য। ঈদুল আজহা উদযাপন নিয়ে যুগের চিন্তা ২৪’কে  দেয়া এক সাক্ষাৎকারে কিছু কথা বলেছেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, কলামিষ্ট, লেখক ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম । সাক্ষাৎকারটি নিয়েছেন মো. নুর আলম। 

ঈদুল আজহা প্রস্তুতি সম্পর্কে লায়ন মীর আব্দুল আলীম জানান,আমাদের মতো মধ্যবিক্ত মানুষের ঈদের তেমন প্রস্তুতির প্রয়োজন হয় না। ঈদের ফরজ কাজগুলো আদায় করাটাই আসলে মূল বিষয়। ঈদের কোরবানির গরু এখনও নিজে কেনেন বলে জানান তিনি। তবে গরু নিয়ে আসা এবং কোরবানির কাজটি করেন আমার  ভাতিজারা। 

শৈশবে কোরবানির হাটে হাওয়ার স্মৃতিচারণা করে জনপ্রিয় এ কলামিষ্ট বলেন, ‘ছোটবেলা গরু কেনার জন্য বাবার সাথে  নিয়মিত কোরবানির পশুর হাটে যেতাম। বাবার সাথে হাটে ঘুরে ঘুরে গরু করে দেখতামএবং দাম জিজ্ঞাসা করতাম। গরু কেনা হয়ে গেলে বাসায় এনে গরুকে খাওয়ানো থেকে শুরু করে কোরবানির আগ মুহূর্ত্ব পর্যন্ত যতœ নিতাম।  তবে এখন তো আর সেই বয়স নেই।’ 

ঈদে সারাদিন ব্যস্ততার মধ্য দিয়ে কাটে বলে জানান লেখক ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম। তিনি বলেন, ‘ঈদের দিন সকালে নামাজ আদায় করবো। নামাজ শেষে বাসায় ফিরে গরু কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করবো। এরপর কোরবানি শেষে প্রায় সারাদিন গরুর মাংস কাটাকাটি, বন্টন এবং বিতরণ নিয়ে ব্যস্ত থাকবো।  বিকেল থেকে বাসায় বন্ধু-বান্ধব,আতœীয়-স্বজন সকলে আসবে তাদের সাথে গল্পগুজব করবো। তাছাড়া ঈদে সহকর্মীরে সাথেও দেখা সাক্ষাৎ করবো।’

ঈদুল আজহার কোরবানি থেকে শিক্ষণীয় সম্পর্কে রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সম্পর্কে মীর আব্দুল আলীম বলেন, ‘ঈদুল আযহার ঈদটি হল ত্যাগের। আমাদের হযরত ইব্রাহিম (আঃ)কে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন তার প্রিয় পুত্রকে কোরবানি করান জন্য। আল্লাহর নির্দেশে রাজিখুশি হয়ে হযরত ইব্রাহিম (আঃ) তাই করার জন্য প্রস্তুতি নিলেন। কত বড় ত্যাগের শিক্ষা এ কোরবানি আমাদের দেয়!  কোরবানিতে পশু উৎসর্গ করা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহর ইবাদতে উদ্দেশ্যে। আল্লাহর কোন শরীক নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আর এ ইবাদতের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল  আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য পশু জবেহ করা। এ কাজটি তিনি শুধু তাঁর উদ্যেশ্যেই করার জন্য নিদের্শ দিয়েছেন।’

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে কলামিষ্ট, লেখক ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম বলেন, ‘এই ঈদুল আজহায় আমাদের সকল সহকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, ঈদুল আজহায় তাগ্যের মহিমায় উদ্ভাসিত হয়ে এ থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের পথ চলায় আমাদের এগিয়ে যেতে হবে।’
 

এই বিভাগের আরো খবর