শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে রতন গ্রেফতার

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে কটুক্তি করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের হয়েছে। ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার অভিযোগে জাকির মাহমুদ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মঙ্গলবার দিবাগত রাতে (২৩ অক্টোবর) এ মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই পুলিশ এ ঘটনার সাথে জড়িত রতন সরকারকে গ্রেফতার করেছে।  আটককৃত রতন সরকার ফতুল্লার শাসনগাঁয়ের বিসিকস্থ ফকির এ্যাপারেলস-এর শ্রমিক।  এবং বরিশাল জেলার আগৈলঝড়া থানা এলাকার জুবারপাড় গ্রামের অমাদি সরকারের ছেলে।

জানা গেছে, ভোলার বোরহান উদ্দিনে ঘটে যাওয়া ঘটনার সূত্র ধরে রতন সরকার তার ফেসবুক আইডি থেকে  ইসলাম ধর্ম নিয়ে বেশ কিছু কটুক্তি করেন। এরমধ্যে মঙ্গলবার দিনের বেলা ইসলাম ধর্ম নিয়ে রতন তার ফেসবুক বন্ধু অনিরুদ্ধ বিশ^াসের সাথে ইসলাম ধর্মের বিরুদ্ধে বেশ কয়েকটি পোস্ট করেন। যা ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছে।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক হাছানুজ্জামান মামলার  ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।  

 

এই বিভাগের আরো খবর