বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

ইতিহাস মুছে দিয়ে সাহিত্যচর্চা সম্ভব না : হালিম আজাদ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): কবি ও সাংবাদিক হালিম আজাদ বলেছেন, ইতিহাস মুছে দিয়ে সাহিত্যচর্চা সম্ভব না। নারায়ণগঞ্জের সাহিত্য প্রেমীদের দুর্গে কবিতা উৎসব, অনুপ্রাস এক নতুন মাত্রা  যোগ করলো।
 
অনুপ্রাস জাতীয় কবি সংগঠন না.গঞ্জ জেলার একুশের কবিতা উৎসব ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জ হাজীগঞ্জ দুর্গে এ  সভা অনুষ্ঠিত হয়।


 
কবি ও সাংবাদিক মিজান মিলকীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি কবি বাতেন বাহার, কবি করীম রেজা, কবি ইয়াদী মাহমুদ, কবি নাসিম আফজাল, কবি এরশাদুল কবির সোহেল, কবি মোহাম্মদ আল মনির, কবি রোকসানা সামিয়া, কবি রিতা রহমান, কবি মো: শামীম, কবি মো. ইসমাঈল, কবি নাজমুল খান, কবি মো.নাইমুল হাসান, কবি ফাতেমাতুজ জোহরা বৃষ্টি, কবি লামিয়া ইসলাম প্রমূখ।  
 
এ সময় কবি করীম রেজা বাংলা ভাষার ব্যবহার এবং শুদ্ধাচার নিয়ে বিষদ আলোচনা করেন।  
 

এই বিভাগের আরো খবর