শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

ইজিবাইক চাপায় পুলিশ লাইন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিহত

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের মাসদাইর পুলিশ লাইনস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাহমুদা বেগম ইজিবাইক চাপায় নিহত হয়েছেন।

শুক্রবার রাত আটটায় ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কে সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইর এলাকায় পুলিশ লাইনস স্কুলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ইজি বাইকটি আটক করলেও অভিযুক্ত চালক পালিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম জানান, ইজি বাইকের চালককে গ্রেফতারে পুলিশের একাধিক টীম অভিযানে বের হয়েছে। 

নিহত মাহমুদা বেগম শহরের মাসদাইর এলাকায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে একটি ভাড়া বাড়িতে স্বপরিবারে বসবাস করতেন। এ দূর্ঘটনার পর পরিবারে শোকের মাতম চলছে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, শহরের মাসদাইর এলাকায় অবস্থিত পুলিশ লাইন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাহমুদা বেগম শুক্রবার রাত আটটার দিকে স্কুলে কাজ শেষ করে বাসায় ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি (অটোরিকশা) ইজিবাইক দ্রুত গতিতে এসে তাকে চাপা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পায়।  ।

খবর পেয়ে স্বজনরা এসে মাহমুদা বেগমকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুর এলাকায় অবস্থিত ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
 পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মাহমুদা বেগমের মৃত্যু হয়। বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ নারায়ণগঞ্জে নিয়ে আসা হবে বলে জানান ওসি আসলাম হোসেন।

তিনি আরো জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ইজিবাইক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
 

এই বিভাগের আরো খবর