বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

ইচ্ছে জাগে নদী হবো

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯  

ইচ্ছে জাগে নদী হবো; নদীর মতো 
শরীর বেঁকে বসুমতি ঘুরবো গ্রাম।

 

নদীর বুকে জল হবো; কলস ভরে নকশী বধূর 
কাঁখে চেপে দোলবো আমি শীতল সুখে
অবশেষে চুমুক টানে আমায় পানে 
তৃষ্ণা মেটায় প্রেমিক কৃষাণ।

 

রাখাল বাঁশির সুরে সুরে স্রোতের খেয়াই
উঠবো নেচে! উজান টানে খেয়ার পালে 
ঘর গড়বো মনের সাথে।

 

নদী হলে বন্ধু হবে শাপলা-শালুক,
ভ্রমণ প্রিয় ঝাঁকে ঝাঁকে পাখির দলও-
ভিন্ন সুখের সবুজ সবুজ ভিন্ন সকল গ্রাম।

 

ইচ্ছে জাগে নদী হবো-নদী হবো, নদীর মতো
হাজার জনের স্বপ্ন হবো; গল্প হয়ে 
থাকবো বেঁচে জেলে, মাঝির গানে গানে-
নকশী বধুর শুদ্ধ প্রেমে; সে রাখালের বাঁশির সুরে।

 

তাইতো আমার ইচ্ছে জাগে নদী হতে, নদী হতে।


স্বজন নাহিদ