বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

আড়াইহাজারের ২০ হাজার অসহায় পরিবারে আজাদের ঈদসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩ মে ২০২০  

প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রায় দুই মাসের বেশি সময় ধরে কর্মহীন সকল শ্রেণি পেশার মানুষ। এতে সবচেয়ে বেশি বিপদগ্রস্থ অবস্থায় রয়েছে গরীব অসহায় দুস্থ দিনমজুর খেটে খাওয়া পরিবারগুলো। এমন পরিস্থিতিতে আসন্ন ঈদ উল ফিতর। ফলে বিপদগ্রস্থ পরিবারগুলোর কষ্ট যেনো আরও বেড়ে গেল কয়েকগুণ। 


বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আড়াইহাজারের ২০ হাজার গরীব অসহায় দুস্থ দিনমজুর খেটে খাওয়া পরিবারের মুখে হাঁসি ফুটিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম।


শনিবার (২৩ মে) সকালে আড়াইহাজার উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে আড়াইহাজার ও গোপালদী পৌরসভা এবং প্রতিটি ইউনিয়নে গরীব অসহায় দুস্থ দিনমজুর খেটে খাওয়া পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী পৌঁছে দেন বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ। 


এবিষয়ে নজরুল ইসলাম আজাদ বলেন, বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে সারাদেশের মানুষ আজকে বিপদগ্রস্থ। সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছেন খেটে খাওয়া মানুষগুলো। মূলত যারা গরীব অসহায় তারা সরকারের ত্রাণ সঠিকভাবে পাচ্ছেনা। সরকারের অব্যবস্থাপনার কারনে অসহায় মানুষের ত্রাণ চলে যাচ্ছে দুষ্কৃতিকারীদের হাতে।


তিনি আরও বলেন, আপনারা ভয় পাবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে জিয়াউর রহমানের দল বিএনপি আপনাদের পাশে আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা জনগণের পাশেই আছি। যতদিন বাঁচি ততদিন আপনাদের পাশেই থাকবো।

এই বিভাগের আরো খবর