শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

আড়াইহাজারে ৫ ফার্মেসীকে ৫ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১৪ মে ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ৫ ফার্মেসীকে ৫ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আল-আমিন ফামের্সীর গোডাউন থেকে প্রায় ৫ লাখ টাকার মেয়াদউর্ত্তীণ ঔষধ এবং স্যাপল ওষধ জব্দ করা হয়।
 
মঙ্গলবার বিকালে আড়াইহাজার পৌরসভা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেন, ড্রাগসুপার ইকবাল হোসেন, সেনিটারি অফিসার হুমায়ন ও এসআই রফিক উপস্থিত ছিলেন। 
 
আল-আমিন ওষধালয়-১ ও ২ নামে প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা, রহমান ফামের্সী ১০ হাজার, জাকির ফামের্সী ২০ হাজার, ডালিম মেডিনি কর্ণার ৫ হাজার, ও বিসমিল্লাহ ফামের্সীর মালিককের কাছ থেকে ১০ হাজার টাকাসহ মোট ৫ লাখ ৪৫ হাজার টাকা  জরিমানা আদায় করা হয়। 
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেন জানান, জনস্বার্থে আমাদের এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
 

এই বিভাগের আরো খবর