শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

আড়াইহাজারে রাকিব হত্যা মামলায় বাবুলের ২দিনের রিমান্ড

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারের রাকিব হত্যা মামলায় বাবুল মিয়া নামের আরও এক ব্যক্তির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।


রিমান্ডকৃত আসামি বাবুল মিয়া (৪৭) নরসিংদী মধাবদী থানার চৌয়া পশ্চিম পাড়া মৃত শাহ্ আলম ওরফে ওয়ানির ছেলে। এর আগে গত সোমবার (২ ডিসেম্বর) একই আদালতে রমজান ও শাওন নামের ২ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


আসামি রমজান মিয়া (২২) নরসিংদী মধাবদী থানার চৌয়া মজুমপুর এলাকার সিরাজ মিয়ার ছেলে ও শাওন (২১) একই এলাকার গোল বক্স মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, আড়াইহাজারে রাকিব হত্যা মামলায় বাবুল নামের আরোও এক ব্যক্তির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাকিব (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারিগাঁও বালুর মাঠ থেকে এই লাশটি উদ্ধার করা হয়। নিহত রাকিব মাধবদী থানার চৌয়া গ্রামের জাম্মু মিয়ার ছেলে। পরে নিহতের মা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই বিভাগের আরো খবর