শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

আড়াইহাজারে মেয়র প্রার্থী পারভীনের পক্ষে জেলা বিএনপির গণসংযোগ

প্রকাশিত: ২১ জুলাই ২০১৮  

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে পৌরসভায় শনিবার বিকালে বিএনপির মেয়র প্রার্থী পারভীন আক্তারের পক্ষে জেলা বিএনপির নেতাকর্মীরা গণসংযোগ করেছেন। পৌরসভার ১নং ওয়ার্ডে চামুরকান্দী ও কামরানীরচর, ৫ নং ওয়ার্ডের কৃঞ্চপুরা, মুুকুন্দী ও গাজীপুরা, ৮ নং ওয়ার্ডের পৌরসভা বাজার, শিবপুর, ছোটদিঘিরপাড়া ও নাগরাপাড়া, ৯ নং ওয়ার্ডের বাঘানগর ও বড় দিঘিরপাড়া এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন।

 

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহ্মুদ, সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউছূফ আলী ভূঁইয়া, জেলা বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান আব্দু, জেলা মহিলা দলের সভানেত্রী নুরুন নাহার বেগম, সিনিয়র সহ-সভাপতি ছালাউদ্দিন মোল্লা, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মঞ্জুর হোসেন মোল্লা, মনিরুজ্জামান খান, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, থানা ওলামা দলের নেতা মাছুম বিল্লাহ ও সিরাজ প্রমুখ।

 

এসময় পথসভায় কাজী মনিরুজ্জামান মনির বলেন, ‘আমাদের প্রার্থী পারভীন আক্তারের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। মানুষ ধানের শীর্ষ প্রতীকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। গণসংযোগে ভোটারদের যে উৎসাহ দেখতে পেয়েছি। আমি আশা করছি ২৫ জুলাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আমাদের প্রার্থীর পক্ষে ভোট বিল্পব হবে।’

 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘নির্বাচনে শান্তিপূর্ণ একটি পরিবেশ জনগণের সময়ের দাবী। কিন্তু দেশের বিভিন্ন সিটি ও পৌরসভায় নির্বাচনে সরকারি দলের লোকজন ভোট ডাকাতি করছেন। আইনশৃঙ্খলা বাহিনী নিরব ভূমিকা পালন করছেন। পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করা সাংবিধানিক অধীকার। তিনি আরও বলেন, ‘আড়াইহাজারে দুই পৌরসভায় নির্বাচনে অবাধ ও সুষ্ঠু নিবাচনি পরিবেশের নিশ্চিয়তা দিতে। যাতে ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘেœ ভোটটি প্রয়োগ করতে পারেন।’

 

এই বিভাগের আরো খবর