শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

আড়াইহাজারে মামলা তুলে না নেয়ায় বাদীকে পিটিয়ে আহত

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৯  

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে মামলা তুলে না নেয়ায় আল-আমিন (৩৫) নামে এক অটো চালককে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি স্থানীয় বাড়ৈপাড়া এলাকার সাহেব আলীর ছেলে। 

 

মঙ্গলবার সকাল ৯টায় জাঙ্গালিয়া-শান্তিরবাজার সড়কের গুদারাঘাট নামক এলাকায় এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

 

আহত আল-আমিন জানান, সম্প্রতি তার প্রতিপক্ষ একই এলাকার মিষ্টি ব্যবসায়ী আমান গংয়ের সঙ্গে তার বিরোধ চলে আসছে। এরই জেরে কয়েক মাস আগে তাকে বাড়ির কাছে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। 

 

এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি মামলা করা হয়েছে। সম্প্রতি কারাগার থেকে আসামিরা জামিনে বের হন। তবে মামলার প্রধান আসামি অভিযুক্ত আমানের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। 

 

এরই জেরে মঙ্গলবার সকালে শান্তি বাজার সংলগ্ন একটি রিকশা স্ট্যান্ডে তাকে একাপেয়ে মিষ্টি ব্যবসায়ী আমান ও তার চাচাতো ভাই শাহাদাত লোহার পাইল ও টেক্সটাইল মিলের মাইরের কাঁঠ দিয়ে পায়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। 

 

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। 

এই বিভাগের আরো খবর