শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

আড়াইহাজারে মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৯  

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) উপজেলার গোপালদী পৌরসভার ৪ নং ওয়ার্ডের উলুকান্দী পশ্চিমপাড়া এলাকায় এ বিবাহ বন্ধ করেন তিনি।


কনে ওই এলাকার মিজানের মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। বর মোল্লাচর এলাকার রইজ উদ্দিনের ছেলে সাইফুল (২৫)। 


উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা বলেন, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী কনের বাড়িতে বিয়ের সকল প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিতিত্তে মহিলা বিষয়ক অধিদপ্তরের অন্যান্য অফিসারদের সঙ্গে নিয়ে স্থানীয় গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগিতায় বিয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরে কনের পরিবার বিয়ে স্থগিত করতে বাধ্য হন। 

এই বিভাগের আরো খবর