বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

আড়াইহাজারে ফামের্সীতে সামাজিক দুরত্ব বৃত্ত তৈরি

প্রকাশিত: ২৭ মার্চ ২০২০  

আড়াইহাজার প্রতিনিধি : আড়াইহাজার পৌরসভা বাজারে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় ফামের্সীগুলোর সামনে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সামাজিক দুরত্ব বৃত্ত তৈরি করে দিয়েছেন। 

পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেনের নেতৃত্বে দিনভর উপজেলার বিভিন্ন বাজারে ফামের্সীতে সামাজি দুরত্ব বৃত্ত তৈরি করা হয়। 

উজ্জল হোসেন বলেন, প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্ত থাকতে জনগণকে বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে। সামাজিক দুরত্ব বৃত্ত তারই একটি অংশ। লোকজনকে জড়ো হতে দেয়া হচ্ছে না। 

তিনি আরো বলেন, পর্যায়ক্রমে উপজেলার সবগুলো বাজারে অবস্থিত ফামের্সীতের সামাজিক দুরত্ব বৃত্ত তৈরি করে দেয়া হবে। লোকজন যাতে ফামের্সী থেকে ওষধ কেনার সময় একজন থেকে অন্যজন ৩ ফুট দুরত্ব বজায় রাখেন।  


 

এই বিভাগের আরো খবর